> CSE PSTU | News | সিএসই অনুষদের নতুন ডিনকে ফুলেল অভ্যর্থনা

সিএসই অনুষদের নতুন ডিনকে ফুলেল অভ্যর্থনা

2017-03-22 23:20:13

Share on Facebook

দক্ষিনাঞ্চলের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর জনাব মোহাম্মদ জামাল হোসেন। অনুষদের ২য় ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২১-০৩-২০১৭ তারিখ সকালে অনুষদের ডিন কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অনুষদের প্রথম ও সদ্য-বিদায়ী ডিন প্রফেসর মোঃ আলী আজগর ভূঁইয়া এবং অনুষদের বিভাগীয় চেয়ারম্যানদের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সবার সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.হারুনুর রশিদ স্যার এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী স্যারের নির্দেশনা মোতাবেক সকলের সার্বিক সহযোগিতায় অত্র ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন।